‘‘সিটিজেন চার্টার অব ডিউটিস’’
ক্রমিক নং |
অফিসের নাম |
কাজের ধরন |
বাস্তবায়ন প্রক্রিয়া |
মন্তব্য |
০১ |
উপজেলা যুব উন্নয়ন অফিস |
প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান কর্মসূচী |
০১। প্রশিক্ষণঃ ১৮ হতে ৩৫ বছর পর্যন্ত বেকার যুব ও যুব মহিলদের ভ্রাম্যমান প্রশিক্ষণ সমূহ স্থানীয় চাহিদার ভিত্তিতে বিভিন্ন ক্বাব ও শিক্ষা প্রতিষ্ঠানের ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্স পরিচালা করা হয়।উক্ত প্রশিক্ষণ কোর্সে ভত্তি ফি বা কোর্স ফি এর প্রয়োজন হয় না।
০২। আত্মকর্মসংর্স্থান ও ঋণ বিতরণ কার্যক্রমে প্রশিক্ষিত যুবদের উব্ধুকরনের মাধ্যমে আত্মকর্মে নিয়োজিত করা হয় যাতে তারা স্বাবলম্বী হতেপারে।আত্মকর্মে নিয়োজিত হওয়ার জন্য প্রকল্প স্থাপনের নিমিত্তে প্রশিক্ষিত যুবদের জেলা , উপজেলা যুব ঋণ কমিটির মাধ্যমে ঋণ সহায়তা প্রদান করা হয়।
০৩। তালিকা ভুক্তি যুব সমিতি ও যুব ঋণ গ্রহীতাদের মাধ্যমে বৃক্ষরোপন করানো হয়।
০৪। প্রশিক্ষিত যুবদেরকে যৌতুক বিরোধী স্বাক্ষর গ্রহন করানো হয়।
০৫। প্রতি বছর জাতীয় যুব দিবস উদযাপন করা হয়। যুব দিবস উদযাপনে বেকার যুব ও যুব মহিলাদের সম্পৃক্ত করা হয়।
০৬। যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব সংগঠনের মধ্যে কর্মসুচি ভিত্তিক নেটওর্য়াকিং জোরদারকরণ প্রকল্পের আওতায় ০২ (দুই)দিন মেয়াদী সচেতনতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ প্রদান। ইন্টারনেট সহ ব্যসিক কম্পিউটার এর উপর প্রশিক্ষণ প্রদান। |
|
০১. প্রশিক্ষণ
০২. আত্মকর্ম ও ঋণ বিতরণ
০৩. বৃক্ষরোপন
০৪. যৌতুক বিরোধী স্বাক্ষর গ্রহন
০৫. জাতীয় যুব দিবস উদযাপন
০৬.নেটওয়ার্কিং প্রকল্প |
তা
-
ক্রমিক নং
|
অফিসের নাম |
কাজের ধরন |
বাসত্মবায়ন প্রক্রিয়া |
মমত্মব্য |
০২ |
উপজেলা যুব উন্নয়ন অফিস ( ইম্প্যাক্ট প্রকল্প ) |
০১. প্রশিক্ষণ
০২. ঋণ বিতরণ
০৩. বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও সাবসিডি প্রদান
০৪.উৎপাদিত পণ্য বাজারজাতকরণ |
০১। গ্রামীণ যুব ও পরিবারের অন্যান্য সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য কোর্স অর্গানাইজার/রিসোর্স পার্সন কর্তৃক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পারিবারিক ও বাণিজ্যিক হাঁস মুরগীর খামার, গরম্নর খামার , ভেড়া ছাগলের খামার , ফলজ বৃক্ষ-শাকসবজি চাষের মাধ্যমে দেশের খাদ্য চাহিদা যথা মাংস, ডিম,দুধ ফল-শাকসবজি ইত্যাদির উৎপাদন বৃদ্দির জন্য উদ্ভাবনীমূলক ব্যবস্থাপনা ও সমন্বিত কারিগরি সহায়তা প্রদান করা হয়।
০২। উপজেলা এ্যাকশন পস্নান ক্রেডিট কমিটির মাধ্যমে গ্রামীণ পর্যায়ে বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঋণ প্রদান করে আরও বেশি বেশি বাণিজ্যিক ভিত্তিক খামার স্থাপনের ব্যবস্থা করা হয়।
০৩। গ্রামীণ পরিসরে বিশেষকরে যুব মহিলাদের কর্মসংস্থানের সুযোগসৃষ্টি করা সংসারের দৈন্দিন কাজে ব্যবহারের পর তার উচ্ছিষ্ট, গরম্নর গোবর, মুরগীর বিষ্ঠা ইত্যাদি বায়োগ্যাস প্লান্টে ব্যবহার করে বিকল্প জ্বালানি হিসাবে গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করা। বায়োগ্যাস প্লান্ট থেকে উৎপাদিত গ্যাস দ্বারা বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে মুরগীর খামারে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং জ্বালানি কাঠ ব্যবহার হ্রাস করে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য সাবসিডি প্রদানের মাধ্যমে বায়োগ্যাস প্লান্ট নির্মাণে সহায়তা করা হয়।
০৪। গ্রামীণ পর্যায়ে উৎপাদন কারীর উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তির লক্ষ্যে ডিম,দুধ,মুরগী ও মাংস এবং শাক সবজি ইত্যাদি বাজারজাত করনের ব্যবস্থা করা।
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস